Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গ্রামআদালতের বিধিমালা

 

১) দন্ড বিধি (১৮৬০ সনের ৪৫ আই) ১৪৩ এবং ১৪৭ ধারার

  অপরাধ যাহা ১৪১ নং ধারার তিন ও চার দফার সাথে পাঠ করে দেখা যায় যে, বেআইনী

  সমাবেশের উদ্দেশ্যে হচ্ছে ৩১৩ কিংবা ৪২৬ কিংবা ৪৪৭ ধারার অপরাধ সংঘটণ করা। 

  তবে  অপরাধী সংখ্যা ১০ জনের অধিক হলে মামলাটি গ্রাম আদালতে বিচার হবে না।

২) দন্ড বিধির ১৬০, ৩২৩, ৩৩৪, ৩৪১, ৩৪২, ৩৫২, ৩৫৮, ৪২৬, ৪৪৭, ৫০৪,

   ৫০৬(প্রথম ভাগ) ৫০৮, ৫০৯ এবং ৫১০ ধারা।

৩) দন্ড বিধির ৩৭৯, ৩৮০ এবং ৩৮১ ধারার সংঘটিত অপরাধ যখন গবাদিপশু

   সম্পকির্ত।

৪।দন্ড বিধির ৪০৩,৪০৬,৪১৭,ও ৪২০ ধারা, যখন অপরাধ সংক্রান্ত অর্থের পরিমান ৫

   হাজার টাকার অধিক নয়।

৫। দন্ড বিধির ৪২৭ ধারা, যখন সংশ্লিষ্ট সম্পত্তির মূল্য ৫ হাজার টাকার অধিক নয়।