ক্র: নং | কার্যক্রম | সেবা | সেবা গ্রহীতা | সেবা প্রাপ্তির সময়সীমা | সেবা প্রদানকারী কর্তৃপক্ষ |
০১ | ০২ | ০৩ | ০৪ | ০৫ | ০৬ |
| আর্থ-সামাজিক উন্নয়ন সেবা (সুদমুক্ত ঋণ) |
০১. | পল্লী সমাজসেবা কার্যক্রম ( আর. এস. এস ) | - পল্লী অঞ্চলের দরিদ্র জনগণকে সংগঠিত করে উন্নয়নমূলক স্রোতধারায় আনয়ন;
- সচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান ;
- ৫ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ প্রদান ;
- লক্ষ্যভূক্ত ব্যক্তিদের নিজস্ব পুঁজি গঠনের জন্য সঞ্চয় বৃদ্ধি।
| নির্বাচিত গ্রামের স্থায়ী বাসিন্দা, যিনি :- - আর্থ সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরে তালিকাভূক্ত পল্লী সমাজসেবা কার্যক্রমের কর্মদলের সদস্য/সদস্যা ;
- সুদমুক্ত ক্ষুদ্রঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘ ক’ ও ‘খ’ শ্রেণীভূক্ত দরিদ্রতম ব্যক্তি অর্থাৎ যার মাথাপিছু বার্ষিক পরিবারের আয় সবোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ;
- সুদমুক্ত ঋণ ব্যতিত অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘গ’ শ্রেণীভূক্ত ব্যক্তি অর্থাৎ যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ২৫ হাজার টাকার ঊর্ধ্বে।
| নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের পর :- - ১ম বার ঋণ ( বিনিয়োগ) গ্রহণের জন্য আবেদনের পর ১মাসের মধ্যে ;
- ২য়/ ৩য় পর্যায়ের ঋণ (পুন:বিনিয়োগ) গ্রহণ এর জন্য আবেদনের পর ২০ দিনের মধ্যে ;
| উপজেলা সমাজসেবা কার্যালয় কুমিল্লা সদর দক্ষিণ,কুমিল্লা ফোন নং ০৮০৪২-৫৭১২০ |
০২. | পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম ( আর.এম.সি ) | - পল্লী অঞ্চলের দরিদ্র নারীদের সংগঠিত করে উন্ন নের মূল স্রোত ধারায় আনয়ন ;
- পরিকল্পিত পরিবার তৈরীতে সহায়তা ;
- জাতীয় জনসংখ্যা কার্যক্রম বাস্তবায়ন ;
- সচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়ন ;
- ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ প্রদান ;
- লক্ষ্যভূক্ত নারীদের সংগঠিত করে সঞ্চয় বৃদ্ধির মাধ্যমে পুঁজি গঠন।
| নির্বাচিত গ্রামের স্থায়ী বাসিন্দা যিনি :- - আর্থ সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরে তালিকাভূক্ত পল্লী মাতৃকেন্দ্রের সদস্য এবং
- সুদমুক্ত ঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘ক’ ও ‘খ’ শ্রেণীভূক্ত দরিদ্রতম নারী যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ;
- সুদমুক্ত ঋণ ব্যতীত অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘গ’ শ্রেণীভূক্ত নারী যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ২৫ হাজার টাকার উর্ধ্বে।
| নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের পর :- - ১ম বার ঋণ ( বিনিয়োগ) গ্রহণের জন্য আবেদনের পর ১মাসের মধ্যে ;
- ২য়/ ৩য় পর্যায়ের ঋণ (পুন:বিনিয়োগ) গ্রহণ এর জন্য আবেদনের পর ২০ দিনের মধ্যে ;
| উপজেলা সমাজসেবা কার্যালয় কুমিল্লা সদর দক্ষিণ,কুমিল্লা ফোন নং ০৮০৪২-৫৭১২০ |
০৩. | এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম | - ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা ক্ষুদ্রঋণ ;
| - এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তি যাদের বাৎসরিক আয় ২০,০০০ (বিশ হাজার) টাকার নিচে।
| - ১ম বার ঋণ ( বিনিয়োগ) গ্রহণের জন্য আবেদনের পর ১মাসের মধ্যে ;
- ২য়/ ৩য় পর্যায়ের ঋণ (পুন:বিনিয়োগ) গ্রহণ এর জন্য আবেদনের পর ২০ দিনের মধ্যে ;
| উপজেলা সমাজসেবা কার্যালয় কুমিল্লা সদর দক্ষিণ,কুমিল্লা ফোন নং ০৮০৪২-৫৭১২০ |
০৪. | আশ্রয়ন/আবাসন প্রকল্প | - আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী দরিদ্র ব্যক্তিদের সংগঠিত করে উন্নয়নের মূল স্রোত ধারায় নিয়ে আসা ;
- পরিকল্পিত পরিবার তৈরীতে সহায়তা প্রদান ;
- সচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান ;
- ২ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্র্ঋণ প্রদান ;
- সদস্যদের সঞ্চয় বৃদ্ধিকরণ।
| - নির্বাচিত আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা ;
- আশ্রয়ণ কেন্দ্রের সমিতির সদস্য।
| - ১ম বার ঋণ ( বিনিয়োগ) গ্রহণের জন্য আবেদনের পর ১মাসের মধ্যে ;
- ২য়/ ৩য় পর্যায়ের ঋণ (পুন:বিনিয়োগ) গ্রহণ এর জন্য আবেদনের পর ২০ দিনের মধ্যে ;
| উপজেলা সমাজসেবা কার্যালয় কুমিল্লা সদর দক্ষিণ,কুমিল্লা ফোন নং ০৮০৪২-৫৭১২০ |
| সামাজিক নিরাপত্তা সেবা সমূহ: |
০৫. | বয়স্ক ভাতা কার্যক্রম | - সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বয়স্ক ভাতা প্রদান। এ জন্য ২০০৯-১০ অর্থ বছরে নির্বাচিত বয়স্ক ব্যক্তিদের জনপ্রতি মাসিক ৩০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে।
| - দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলার ৬৫ বছর বা তদূর্ধ বয়সী হদ দরিদ্র মহিলা বা পুরুষ, যার বার্ষিক গড় আয় অনূর্ধ ৩০০০( তিন হাজার ) টাকা ;
- শারীরিক ভাবে অক্ষম ও কর্মক্ষমতাহীন প্রবীণ পুরুষ ও মহিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয় ;
- তালাক প্রাপ্ত, স্বামী পরিত্যক্ত, বিপত্নীক, নি:সন্তান, পরিবার থেকে বিচ্ছিন্ন প্রবীণ পুরুষ ও নারীদের অগ্রাধিকার দেয়া হয় ;
- যে সকল প্রবীণ ব্যক্তির আয়কৃত অর্থের সম্পূর্ণ অর্থ খাদ্য বাবদ ব্যয় হয় এবং স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান ও অন্যান্য খাতে ব্যয় করার জন্য কোন অর্থ অবশিষ্ট থাকে না ;
- ভূমিহীন বয়স্ক ব্যক্তি।
| - বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন ভাতা ভোগী নির্বাচনসহ ভাতা বিতরণের ব্যবস্থা গ্রহণ ;
- নির্বাচিত ভাতাভোগীকে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রতিমাসে প্রদান করা । তবে কেউ এককালীন উত্তোলন করতে চাইলে তিনি নির্ধারিত সময়ের শেষে উত্তোলন করবেন ;
- ভাতা গ্রহীতার নমিনী ভাতাভোগীর মৃত্যুর পূর্বে প্রাপ্ত বকেয়া টাকা এবং মৃত্যুর পর তিন মাস পর্যন্ত ভাতার টাকা উত্তোলন করা যাবে।
| উপজেলা সমাজসেবা কার্যালয় কুমিল্লা সদর দক্ষিণ,কুমিল্লা ফোন নং ০৮০৪২-৫৭১২০ |
০৬. | অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম | - সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বয়স্ক ভাতা প্রদান। এ জন্য ২০০৯-১০ অর্থ বছরে নির্বাচিত বয়স্ক ব্যক্তিদের জনপ্রতি মাসিক ৩০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে।
| - ৬ বছরের উর্ধ্বে সকল ধরণের প্রতিবন্ধী ব্যক্তি যিনি বয়স্ক ভাতা কিংবা সরকার কর্তৃক অন্য কোন ভাতা পান না ; যিনি চাকুরীজীবী কিংবা পেনশনভোগী নন ;
- প্রতিবন্ধী ব্যক্তি যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয় ২৪,০০০ (চবিবশ হাজার) টাকার কম ।
| - বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন ভাতা ভোগী নির্বাচনসহ ভাতা বিতরণের ব্যবস্থা গ্রহণ ;
- নির্বাচিত ভাতাভোগীকে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রতিমাসে প্রদান করা । তবে কেহ এককালীন উত্তোলন করতে চাইলে তিনি নির্ধারিত সময়ের শেষে উত্তোলন করবেন ;
| উপজেলা সমাজসেবা কার্যালয় কুমিল্লা সদর দক্ষিণ,কুমিল্লা ফোন নং ০৮০৪২-৫৭১২০ |
০৭. | প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি | প্রতিবন্ধী শিক্ষার্থীদের ৪টি স্তরে বিভক্ত করে নিম্নরুপ হারে উপবৃত্তি প্রদান :- - প্রাথমিক স্তর ( ১ম-৫ম শ্রেণী) : জনপ্রতি মাসিক ৩০০ টাকা ;
- মাধ্যমিক স্তর ( ৬ষ্ঠ- ১০ম শ্রেণী ): জনপ্রতি ৪৫০ টাকা ;
- উচ্চ মাধ্যমিক স্তর ( একাদ্বশ ও দ্বাদশ শ্রেণী ) : জনপ্রতি মাসিক ৬০০ টাকা ;
- উচ্চতর স্তর ( স্নাতক ও স্নাতকোত্তর ) : জনপ্রতি মাসিক ১০০০ টাকা ।
| - সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ বছর বয়সের উর্ধ্বে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী, যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয় ৩৬,০০০ (ছত্রিশ হাজার ) টাকার নিচে।
| * বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন উপবৃত্তি গ্রহণকারী নির্বাচনসহ উপবৃত্তি বিতরণ এবং নিয়মিতভাবে শিক্ষাকালীন সময়ে ; | উপজেলা সমাজসেবা কার্যালয় কুমিল্লা সদর দক্ষিণ,কুমিল্লা ফোন নং ০৮০৪২-৫৭১২০ |
০৮. | মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রম | - সরকার কর্তৃক নির্ধারিত হারে ভাতা প্রদান। ২০১০-১১ অর্থ বছরে প্রত্যেক মুক্তিযোদ্ধা কে মাসিক জনপ্রতি ২০০০ টাকা হারে ভাতা প্রদান।
| - মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী যার বার্ষিক আয় ১২,০০০ টাকার উর্ধ্বে নয় ;
- মুক্তিযোদ্ধা বলতে জাতীয়ভাবে প্রকাশিত ৪টি তালিকার কমপক্ষে দুটি তালিকায় অন্তর্ভূক্ত, সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশ রাইফেলস হতে প্রাপ্ত মুক্তিযোদ্ধা তালিকায় যাদের নাম অন্তর্ভূক্ত আছে বা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের কর্তৃক প্রকাশিত গেজেট বা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের কর্তৃক মুক্তিযোদ্ধা সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ;
- এক্ষেত্রে কর্মক্ষম নন বা আংশিক কর্মক্ষম/ভূমিহীন/কর্মহীন/ সহায় সম্বলহীন মুক্তিযোদ্ধাগণ অগ্রাধিকার পাবেন ।
| - বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৬ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরণের ব্যবস্থা গ্রহণ ;
- মুক্তিযোদ্ধা সম্মানীভাতা প্রতি মাসে প্রদান করা হয়, তবে কেউ ইচ্ছা করলে একাধিক মাসের বকেয়া ভাতা একত্রে উত্তোলন করতে পারবেন।
| উপজেলা সমাজসেবা কার্যালয় কুমিল্লা সদর দক্ষিণ,কুমিল্লা ফোন নং ০৮০৪২-৫৭১২০ |
০৯. | স্বামী পরিত্যক্ত/বিধবা ভাতা কার্যক্রম | - সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে উক্ত ভাতা প্রদান। এ জন্য ২০০৯-১০ অর্থ বছরে নির্বাচিত স্বামী পরিত্যক্ত/বিধবা ভাতা ভোগী ব্যক্তিদের জনপ্রতি মাসিক ৩০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে।
| - তালাক প্রাপ্ত, স্বামী পরিত্যক্ত, পরিবার থেকে বিচ্ছিন্ন নারীদের অগ্রাধিকার দেয়া হয় ;
| - বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন ভাতা ভোগী নির্বাচনসহ ভাতা বিতরণের ব্যবস্থা গ্রহণ ;
- নির্বাচিত ভাতাভোগীকে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রতিমাসে প্রদান করা । তবে কেউ এককালীন উত্তোলন করতে চাইলে তিনি নির্ধারিত সময়ের শেষে উত্তোলন করবেন ।
| উপজেলা সমাজসেবা কার্যালয় কুমিল্লা সদর দক্ষিণ,কুমিল্লা ফোন নং ০৮০৪২-৫৭১২০ |